
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে টার্গেটকৃত ব্যক্তিদের মামলার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ মেহেদী হাসান তুষার নামের এক যুবকের বিরুদ্ধে। সে নিজেকে জামায়াত কর্মী দাবি করলেও জামায়াত বলছে তুষার জামায়াতের কেউ নয়। এমন ঘটনায় শহর জুড়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।.
.
তুষার লক্ষ্মীপুর পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাহার ভেন্ডারের ছেলে।.
.
তার বিরুদ্ধে অপহরন, মামলার হুমকি, চাঁদা দাবি, জমি দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি শরিফুল ইসলাম নামের এক কৃষকলীগ নেতাকে মামলার হুমকি দিয়ে ৩লাখ টাকা আত্মসাৎ করে তুষার। পরবর্তীতে সাংবাদিকদের কাছে অভিযোগ করে শরীফ ইসলাম বলেন, তুষার বিভিন্ন সময় সমন্বয়ক ও শিবির পরিচয় দিয়ে আমাকে ব্ল্যাকমেইল করে তিন লাখ টাকা নিয়েছে। সে আমাকে পুলিশে ধরিয়ে দিবে, মামলা দিবে বলে ব্ল্যাকমেইল করেছে এবং হুমকি ধমকি দিচ্ছে। সে লক্ষ্মীপুর বাজারের বিভিন্ন ব্যবসায়ীকে হয়রানি করছে। তবে তার অভিযোগটি স্যোসাল মিডিয়ায় প্রকাশ হলে শহরে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। ভিডিওটি প্রকাশ হওয়ার একদিন পর শরীফুল ইসলাম তার পূর্ববর্তী বক্তব্যটি প্রত্যাহার করে বলেন তুষারের সাথে একটি সমস্যা ছিলো। তাই সাংবাদিকদের কাছে অভিযোগ করে বক্তব্য দিয়েছি। পরে বিষয়টি সমাধান হলে ভিডিও প্রকাশ না করার জন্য অনুরোধ করি।.
.
.
অন্যদিকে তুষারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন সাবেক স্কুল শিক্ষক আবুল হোসেন। তিনি বলেন, বাহার ভেন্ডারের ছেলে তুষার কয়েকটা মোটরসাইকেল নিয়ে এসে বাগবাড়ি এলাকা থেকে আমাকে তুলে নিয়ে যায়। রসুলগঞ্জ থেকে আরো ভিতরের নদীর পাড়ে আমাকে ৪ঘন্টা আটক রেখে ১লাখ ৪৭হাজার টাকা আদায় করে তুষার। কথা ছিলো আমাকে ছেড়ে দিবে, কিন্তু ছেড়ে না দিয়ে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের সামনে এনে পুলিশ ডেকে তুলে দেয়। এ ঘটনায় আমার স্ত্রী স্কুল শিক্ষক হাসিনা আক্তার বাদী হয়ে তুষারের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে। সেই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। আমাকে হয়রানি ও টাকা আত্মসাতের ঘটনায় তুষারের বিচার কামনা করি। .
.
এদিকে ১৩০জনের নাম উল্লেখ করে একটি এজাহার বিভিন্ন ব্যক্তির হোয়াটসএ্যাপে ঘুরপাক খাচ্ছে। এতে আতকিংত রয়েছে অনেকেই। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলছেন এটি চাঁদাবাজির জন্য করা হয়েছে। যার নেপথ্যে রয়েছে এ তুষার। তারা আরো বলেন, তুষার বিভিন্ন ব্যক্তিদের টার্গেট করে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বিভিন্ন মামলায় নাম অন্তভুক্তি করে দেওয়ার হুমকি দেয়। এতে অনেকেই বাধ্য হয়ে টাকা প্রদান করে। তুষারের ভয়ে এসব বিষয়ে কেউই মুখ খুলছে না। সবাই এর প্রতিকার চাচ্ছে। .
.
এছাড়া তুষারের বিরুদ্ধে রয়েছে জমি দখলের অভিযোগ। ৩০বছর আগে প্রবাসী ওমর ফারুকের ক্রয়কৃত দোকান ঘর জোরপূর্বক দখল করে নেয় তুষার ও তার বাবা বাহার ভেন্ডার। প্রবাসী ওমর ফারুকের ছেলে আহমেদ ফাহাদ বলেন, লক্ষ্মীপুর বাজারের ভেন্ডার বাড়ির সামনে দীর্ঘ ৩০ বছর যাবত আমরা দোকানঘর ভোগ-দখল করে আসছি। কিন্তু সম্প্রতি তুষার ও তার বাবা জোরপূর্বক আমাদের দোকান দখল করে নেয়। আমার বাবা অসুস্থ হওয়া কোন ব্যবস্থা নিতে পারি নি। এছাড়া থানা-পুলিশ করেও কোন লাভ হয় নি। বরং বিভিন্ন সময় আমাকে হুমকি ধমকি দিয়ে আসছে তুষার। আমরা এর প্রতিকার চাই।.
.
অভিযোগের বিষয়ে মেহেদী হাসান তুষার সময়ের কন্ঠস্বরকে বলেন, আমি জামায়াত নেতা বা কর্মী সেটা সময়ের পরিপেক্ষিতে দেখা যাবে। তবে এজাহারের বিষয়ে আমার কোন সম্পৃক্ততা নেই।আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাছাড়া অন্য যে অভিযোগগুলো আনা হয়েছে তাও মিথ্যা। একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে।.
.
লক্ষ্মীপুর পৌর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান সময়ের কন্ঠস্বরকে বলেন, তুষার জামায়াতের কেউ না। সে জামায়াতের কর্মীও না, কোন দায় দায়িত্বেও নেই। জুলাই বিপ্লবের সময় তাকে বৈষম্য বিরোধীদের সাথে ও পরে এনসিপির মিছল মিটিং এ দেখেছি। সে যদি জামায়াতের নাম ব্যবহার করে কোন অপকর্ম করে আমরা প্রশাসন কে ব্যবস্থা নিতে বলছি।.
.
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক সময়ের কন্ঠস্বরকে বলেন, যে এজাহারটি ঘুরপাক খাচ্ছে তা ভুয়া। এছাড়া চাঁদা দাবির বিষয়ে আমাদের কাছে এমন কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আমরা যথাযথ ব্যবস্থ নেবো।. .
ডে-নাইট-নিউজ /
আপনার মতামত লিখুন: